বাইশ গজের যুদ্ধে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পকিস্তানের  লড়াই নিয়ে মাঠের বাইরে উত্তেজনা তুঙ্গে
বাইশ গজের যুদ্ধে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পকিস্তানের  লড়াই নিয়ে মাঠের বাইরে উত্তেজনা তুঙ্গে

পত্রদূত প্রতিনিধিঃ বাইশ গজের যুদ্ধে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পকিস্তানের  লড়াই নিয়ে মাঠের বাইরে উত্তেজনা তুঙ্গে। দুই দেশের সংবাদ মাধ্যম ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের  ম্যাচ নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। ২৪ অক্টোবর মাঠে বল পড়ার অনেক আগে থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। তবে এমন একটা 'বড় ম্যাচ' নিয়ে মোটেও বাড়তি ভাবনাচিন্তা করছেন না বিরাট কোহলি । তাঁর মতে ভারত-পাকিস্তান ম্যাচে অতিরিক্ত টিকিটের চাহিদা ছাড়া, এই ম্যাচটা তাঁর কাছে আর পাঁচটা ম্যাচের মতন।করোনা আবহে আইসিসি-র  তরফে প্রথম পর্যায়ে যে ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল, তা ইতিমধ্যেই সব বিক্রি হয়ে গিয়েছে। ফলে দ্বিতীয় পর্যায়ে ফের বেশ কিছু টিকিট ছাড়তে বাধ্য হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে কোহলি কিন্তু এই ম্যাচকে আলাদা গুরুত্ব দিতে নারাজ ভারত অধিনায়ক। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও