মূর্তি পাড়ায় নাওয়া-খাওয়া ভুলে মৃৎশিল্পীরা লক্ষ্মী প্রতিমা তৈরীতে ব্যাস্ত
মূর্তি পাড়ায় নাওয়া-খাওয়া ভুলে মৃৎশিল্পীরা লক্ষ্মী প্রতিমা তৈরীতে ব্যাস্ত

পত্রদূত প্রতিনিধিঃ তেলিয়ামুড়া:ধন,সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের আশায় প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী লোকেরা এই  কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতোয়ারা হয় প্রত্যেক বছর। বিগত দু'এক বছর ধরে করুনার করালগ্রাস সর্বত্র ছড়িয়ে থাকার দরুন লক্ষ্মীপূজো মহা-সারম্বরে  পালিত না হলেও স্বল্প পরিসরে পালিত হয়েছে ধন ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর পূজো। এবছর করুনার প্রাদুর্ভাব কিছুটা কম হওয়ায় মহা-সারম্বরে ধুমধামের  সহিত পালিত হবে লক্ষ্মীপুজো।আর সে কারণে মূর্তি পাড়ায় নাওয়া-খাওয়া ভুলে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরীতে ব্যাস্ত। চলছে শেষ তুলির টান। এমনটাই চিত্র পরিলক্ষিত হল তেলিয়ামুড়া মহাকুমার করইলং পালপাড়া এলাকায়। এই এলাকার বাসিন্দা তথা মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল বিগত ২৫ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। তিনি এ-বছর তিন শতাধিক লক্ষী প্রতিমা তৈরি করেছেন। আশাবাদী বেচাকেনা ভালো হবে।তবে তিনি জানিয়েছেন,,, মূর্তি তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বর্তমান বাজারে  আকাশছোঁয়া। তবে প্রতিমার দাম সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে।তবে নির্মল বাবু বর্তমান রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন সরকার যদি মৃৎশিল্পীদের প্রতি কৃপাদৃষ্টি প্রদান করে তবে হয়তো'বা তাদের এ শিল্প আগামী দিনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও