জোয় মাতেন প্রবাসী বাঙালি
জোয় মাতেন প্রবাসী বাঙালি

পত্রদূত প্রতিনিধিঃ আশ্বিনের শারদপ্রাতে যখন বেজে ওঠে আলোর বেণু তখন সুয়েজ মেডিটেরানিয়ান পেরিয়ে পুজোয় মাতেন প্রবাসী বাঙালিও। পুজোর আমেজ জুড়ে দিয়েছে ভূগোল-বিভক্ত বাঙালিকে। গঙ্গার তীরবর্তী বাঙালি আর টেমস তীরবর্তী বাঙলি বা আটলান্টিকের ওপারের বাঙালির মধ্যে তাই কোনও ফারাক জন্মায়নি। পুজোর মন্ত্রে, মন্দ্রে, সুরে, ছন্দে, গন্ধে, বর্ণে মর্মে মর্মে এক অনাবিল আচ্ছন্নতা অনুভব করেন সমস্ত বাঙালি। স্কটল্যান্ডের বাঙালিও এর থেকে আলাদা নন। আশ্বিনের ভাসা মেঘ সুদূর বাংলা থেকে কখন যে আগমনীর রঙে ছুঁয়ে দেয় পরবাসের আকাশকেও-- কেউ টের পায় না। বৃহত্তর ব্রিটেনের আকাশবাতাসে শিউলি-কাশফুল না থাক, এখানকার বসন্ত-অপরাহ্নের প্রকৃতি এটুকু বলে দেয় যে, 'মা আসছেন'। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও