দুর্গাপূজাকে সামনে রেখে উদয়পুর মহকুমায় পুলিশ প্রশাসন কঠোর নজরদারি
দুর্গাপূজাকে সামনে রেখে উদয়পুর মহকুমায় পুলিশ প্রশাসন কঠোর নজরদারি

পত্রদূত প্রতিনিধিঃউদয়পুর প্রতিনিধিঃজন নিরাপত্তা বিধান এবং শারদ উৎসব কে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত করার লক্ষে দুর্গাপূজাকে সামনে রেখে গোমতী জেলার মন্দির নগরী উদয়পুর মহকুমায় পুলিশ প্রশাসন কঠোর নজরদারি ও নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুব নাথ। তিনি এক সাক্ষাৎকারে জানান আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে গোটা রাজ্যের সাথে মন্দির নগরী উদয়পুরে কঠোর নিরাপত্তার চাদরে মুড়েফেলা হয়েছে। জারি করা হয়েছে নিয়ম নির্দেশিকা। ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে উদয়পুর মহকুমায়।উদয়পুর,কিল্লা কাঁকড়াবন,মহারানী, বাগমা, গর্জি সহ বিভিন্ন এলাকায় জাতে পূজা শান্তিতে কাঠে সেদিকে লক্ষ রেখে পুলিশ টি,এস,আর যেমন থাকবে তেমনি সাদা পোশাকে প্রচুর পরিমানে পুলিশ ও থাকবে।বিকাল পাঁচটা থেকে রাএি ১২ টা পযন্ত শহর এলাকাতে নো- এন্টি বলবৎ থাকবে।তবে জাতীয় সড়ক দিয়ে দক্ষিণ জেলা ও গোমতী জেলার অমরপুর,করবুক, অষ্পি, নতুনবাজার, যতনবাড়ির গাড়ী যাতায়াত করতে পারবে।ইতিমধ্যে মহকুমায় মদ বিরোধী ও নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে। বর্তমানে করোণার প্রকোপ কম থাকলেও পূজার উদ্যোক্তাদের সচেতন থেকে করোনা বিধি মেনে চলার পাশাপাশি সকল দর্শনার্থীদের মাক্স সামাজিক দূরত্ব বাজায় রেখেই পূজো দেখার আহ্বান জানান মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও