ঢাকায় ছোট-বড় বিভিন্ন মণ্ডপে শেষ হয়েছে মঞ্চ, প্যান্ডেল ও তোরণ নির্মাণের কাজ
ঢাকায় ছোট-বড় বিভিন্ন মণ্ডপে শেষ হয়েছে মঞ্চ, প্যান্ডেল ও তোরণ নির্মাণের কাজ

পত্রদূত প্রতিনিধিঃ ঢাকায় ছোট-বড় বিভিন্ন মণ্ডপে শেষ হয়েছে মঞ্চ, প্যান্ডেল ও তোরণ নির্মাণের কাজ। মন্দিরের প্রধান গেটসহ অন্য জায়গাগুলোও বর্ণিল হয়ে সেজে উঠেছে। আজ রোববার শেষদিন বেশ ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী থেকে শুরু করে কর্মচারী ও পূজা কমিটির সদস্যরাও।আগামীকাল সোমবার থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।আগামি ১৫ অক্টোবর বিজয়া দশমী দিয়ে শেষ হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি পূজা উদযাপিত হয় পুরান ঢাকায়। এবার স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরে মোট ২৩৭টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। এর মধ্যে সূত্রাপুর থানায় সবচেয়ে বেশি ২৫টি মণ্ডপে, কোতোয়ালি থানায় ২১টি, ওয়ারীতে ১৬টি, গেণ্ডারিয়ায় ১৪টি, হাজারীবাগে ১৩টি, তুরাগে ১২টি, বাড্ডায় ১০টি, বনানীতে ৯টি, মোহাম্মদপুরে ৯টি, দারুসসালাম ও গাবতলীতে ৮টি, ডেমরায় ৮টি এবং তেজগাঁও থানায় ৬টি মণ্ডপসহ বাকি থানাগুলোতে দুর্গাপুজা উদযাপন করা হবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও