পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ ভূমিকম্প
পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ ভূমিকম্প

পত্রদূত প্রতিনিধিঃ পাকিস্তানের বালোচিস্তানে ভয়াবহ ভূমিকম্প । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। সূত্রের খবর, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ।প্রোভিনশিয়াল ডিজাস্টার ম্য়ানেজমেন্ট অথরিটি  সূত্রে খবর, কম্পনের উৎসস্থল বালোচিস্তান প্রদেশের হারনাই জেলা। ভূমি থেকে ১৫ কিলোমিটার গভীরে কেন্দ্রবিন্দু। কোয়েট্টা, সিব্বি, পিশইন, মুসলিম বাগ, জিয়ারাত, কুইলা আব্দুল্লাহ, সাঞ্জভী-সহ আশপাশে অনুভূত হয়েছে কম্পন। যদিও এখনও কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা বলতে পারছে না স্থানীয় প্রশাসন। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও