মারুতি ভ্যান সহ অবৈধ চোরাই কাঠ আটক
মারুতি ভ্যান সহ অবৈধ চোরাই কাঠ আটক

পত্রদূত প্রতিনিধিঃতেলিয়ামুড়া প্রতিনিধি :- গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা রবিবার রাতে মুঙ্গিয়া কামী থানাধীন ৪৭ মাইল এলাকায় অভিযান চালিয়ে প্রত্যক্ষ করে একটি মারুতি ভ্যান গাড়িতে অবৈধ চোরাই কাঠ লোডিং হচ্ছে। পরে বনদপ্তরের কর্মীরা গাড়িটিকে আটক করার জন্য এগিয়ে আসতেই গাড়ির চালক ও সহ চালক গাড়িটি জোর গতিতে চালিয়ে পালিয়ে যেতে চায়। পরে বনদপ্তরের কর্মীরা ওই অবৈধ কাঠ বোঝাই গাড়িটির পিছু ধাওয়া করে। পরে মুঙ্গিয়া কামী থানাধীন ৪৩মাইল এলাকায় এসে TRO1C -0390 নম্বরের একটি মারুতি ভ্যান সহ অবৈধ চোরাই কাঠ আটক করে তেলিয়ামুড়া স্থিত গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসার পথে ৪১মাইল এলাকায় আসা মাত্রই বনদস্যুরা বনো কর্মীদের উপর ইট পাথর ছুড়তে থাকে। ফলে অবৈধ কাঠ বোঝাই মারুতি ভ্যান গাড়িটির সামনের কাচ ভেঙে ছিটকে পড়ে অল্পবিস্তর আহত হয় তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসের ফরেস্ট অফিসার রাজু দেব। এদিকে জানা যায় অবৈধ চোরাই কাঠ সহ গাড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লক্ষাধিক টাকা। অন্যদিকে বনের বহুমূল্যবান গাছপালা কেটে বনাঞ্চল ফাকা করে দিচ্ছে বনদস্যুরা রাতের অন্ধকারে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও