শুভরাই বিদ্যা মন্দির শিলান্যাসের অনুষ্ঠান
শুভরাই বিদ্যা মন্দির শিলান্যাসের অনুষ্ঠান

পত্রদূত প্রতিনিধিঃতেলিয়ামুড়া:উন্নয়নের আরো একটি পালক যুক্ত হতে চলেছে তেলিয়ামুড়া মহাকুমা। প্রায় ১০ কানি জায়গা জুড়ে গড়ে উঠতে চলেছে শুভরাই বিদ্যামন্দির নামে একটি মিশন স্কুল। চাকমা ঘাটের অনতিদূরে তুইকর্মা স্থিত লিচু বাগানের পাশে শুভরাই বিদ্যা মন্দির প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিকভাবে ভূমি পূজা এবং শিলান্যাসের অনুষ্ঠান হয় রবিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের হাত ধরে। এই শুভ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন; ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ই.এম কমল কলই; কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মা সহ শুভরাই মিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।রবিবার প্রথমে ভূমিপূজা অনুষ্ঠিত হওয়ার পর উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন প্রায় ১০ কানি জায়গা জুড়ে গড়ে উঠা শুভরাই বিদ্যামন্দিরের শিলান্যাস করেন।এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন বলেন,,, রাজ্যের রাজধানীতেও শুভরাই মিশনের একটি স্কুল রয়েছে। আর চাকমা ঘাটের অনতি দূরে আরো একটি এমন স্কুল গড়ে উঠবে। এর জন্য ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। রাজ্যের উপমুখ্যমন্ত্রী এমন উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এতে করে রাজ্যের শিক্ষা ব্যাবস্থায় প্রসার ঘটবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও