স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

পত্রদূত প্রতিনিধিঃ আমবাসাঃ-  কচুক্ষেত করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল এক কৃষকের। কিন্তু জলের অভাবে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে কচুক্ষেত করে আমবাসা ব্লকের লালছড়ি এলাকার কৃষক হিরন দেবনাথ। প্রত্যেক বছরই জমির অর্ধেক অংশ নিয়ে কচুক্ষেত করেন তিনি। লাভের পরিমাণ ও ভালই ছিল। পরিবারের আয়ের একমাত্র উৎস কৃষিকাজ। তাই প্রত্যেক বছরই জমিতে কচুক্ষেত করে এসে বাজারে বিক্রি করে লাভবান হতেন। কিন্তু এই বছর ক্ষতির সম্মুখীন এই কৃষক। জলের অভাবে কচুক্ষেত নষ্ট হয়ে গেছে। এই এলাকার কৃষকদের জন্য একটি জলের মেশিন থাকলেও তা বিকল হয়ে রয়েছে অনেকদিন ধরে। বারবার জানিয়েও কোন লাভ হয়নি।  জমির অর্ধেক অংশের জায়গা জুড়ে রয়েছে প্রায় 1100 কচু গাছ।  কিন্তু জলের অভাবে তা নষ্ট হয়ে যাচ্ছে। এক সাক্ষাৎকারে কৃষক হিরন দেবনাথ জানান  পাঁচ বছর ধরে কচুক্ষেত করে আসছি, এবছর ক্ষতির সম্মুখীন, শুধু মাত্র জলের অভাবে এমনটা হচ্ছে,,,,,, জলের অভাবে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে, এখন দেখার বিষয় হচ্ছে দপ্তর কি পদক্ষেপ নেয়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও