শ্রমজীবী মানুষের পাশে বিজেপি নেতৃত্ব
শ্রমজীবী মানুষের পাশে বিজেপি নেতৃত্ব

পত্রদূত প্রতিনিধিঃ ধর্মনগরঃ-   করোনা কার্ফু রাজ্যে আরও সাত দিন বাড়ানো হয়েছে , ১৮ জুন পর্যন্ত জারি থেকবে করোনা কার্ফু । বিগত বেশ কিছুদিন যাবত করোনা ভাইরাস  মোকাবিলায় রাজ্যে চলছে করোনা কার্ফু,তাই দরিদ্র ,শ্রমজীবী অংশের মানুষেরা অনেকটাই বিপাকে পড়েছেন ,কাজ কাম হাড়িয়ে,বিষেশ করে গ্রাম অঞ্চলের যারা শ্রমজীবী অংশের লোকজনেরা ,তারা বেশির ভাগই শহরে এসে বিভিন্ন কাজ কাম করেই তাদের জীবিকা নির্বাহ করতেন,উত্তর  জেলার বাগবাসা বিধান সভার অন্তর্গতও এমন কিছু গ্রাম অঞ্চল রয়েছে যে গ্রাম গুলোর মধ্যে শ্রমজীবী এবং দরিদ্র অংশের মানুষের বসবাস। গত বিধানসভা নির্বাচনে বাগবাসা বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী ছিলেন প্রদীপ কুমার নাথ, তিনি অল্প ভোটের ব্যবধানে বাগবাসা  কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন,  বর্তমানে এই কেন্দ্রে বিধায়িকা প্রক্তন মন্ত্রী বিজিতা নাথ ভোটে জিতলেও বাগবাসা  এলাকার জনগন বিধায়িকার  দেখাই পান না বললে চলে, বিজেপি  রাজ্য ওবিসি মর্চার সম্পাদক তথা বিজিত প্রদীপ কুমার নাথ কিন্তু ভোটে হেরেও ময়দান ছারেননি, এলাকার বিধায়িকাকে এলাকার জনগন দেখতে না পেলেও প্রদীপ বাবু বাবগবাসা এলাকার জনগনের সুখে দুঃখে পাশে রয়েছেন এমটা বাগাবাসা এলাকার মানুষের মুখেই শুনা যায় প্রতিনিয়ত। এই করোনা পরিস্থিতিতেও প্রথম থেকে মানুষের পাশে দারিয়েছেন প্রদীপ বাবু।ত্রান সামগ্রী বিতরন থেকে শুরু করে নিজের  সামর্থ অনুযায়ী কাজ করছেন প্রদীপ কুমার নাথ।বিভিন্ন সময়ে মানুষের জন্যে কিছু করার মানুষিকতা নিয়ে প্রাদীপ নাথের সাথে সহযোগিতার হাত  বাড়িয়ে দিয়েছেন অনেকেই, আজও বাগবাসা বিধানসভার অন্তর্গত বালি ছড়া এডিসি ভিলেজে প্রায় ১০০ দুস্ত্য পরিবারের হাতে ত্রান সামগ্রী তুলে দিয়েছেন    প্রদীপ কুমার নাথ।  এলাকার পাড়া হালাম এবং আব্দুল মুকিতের সহযোগিতায়ই আজ এই ত্রান সামগ্রী গুলো দুস্তদের হাতে তুলে দিতে  পেড়েছেন বলে জানিয়েছেন প্রদীপ কুমার নাথ। এছাড়াও এই ত্রান সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন নির্মল সিঙ্ঘ,বিমল দাস নয়নদিপ ভট্টাচার্য্য প্রমুখ।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও