চুরি করতে গিয়ে আটক এক যুবক
চুরি করতে গিয়ে আটক এক যুবক

পত্রদূত প্রতিনিধিঃ শান্তিরবাজারঃ  বুধবার সকাল ৮ টা ০৫ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজারে এক ইলেকট্রনিক দোকানে চুরি কান্ড ঘটে বলে অভিযোগ।  দোকানের মালিক জানান দোকান খোলার পর দোকানের কর্মচারী ধূপ দেওয়ার জন্য জল আনতে অনত্র যায়।  এই সুযোগে দোকান ফাঁকা দেখে চুরির জন্য দোকানে ছুঁটে যায় চোর।  সে নিজস্ব সরঞ্জাম দিয়ে দোকানের কেস বাক্স খোলে ।  পরবর্তী সময় লোকের উপস্থিতির টের পেয়ে দোকানথেকে পালিয়ে যায় চোর।  দোকানের কর্মচারী দোকানে এসে ধূপ দেবার সময় সবকিছু উলটপালট দেখে উনার মনে সন্দেহ জাগে।  তিনি দেখতেপান দোকানের কেসবাক্স ভাঙ্গা অবস্থায় রয়েছে।  সঙ্গে সঙ্গে ঘটনাটি জানানোহয় দোকানের মালিককে।  ঘটনার খবরপেয়ে দোকানের মালিক দোকানে এসে সি সি ক্যামেরা চালিয়ে চোরকে সনাক্তকরে। দোকানের মালিক জানান কেস বাক্সে তেমন বেশি টাকা ছিলোনা।  চোরকে সনাক্তকরার পর বাজারের লোকজনেরা চোরকে আটক করে মনপাথর ফাঁড়ী থানার পুলিশের হাতে তুলেদেয়।  জানাযায় চোর উদয়পুরের বাসিন্দা।  উর নাম দীপঙ্কর দেবনাথ বলে জানায়সে।  দিনের বেলায় চুরিকান্ডকে ঘিকে পুলিশের ভূমিকা নিয়ে দেখাদিচ্ছে প্রশ্নচিহ্ন।  অপরদিকে রাজ্যে কারফিউর বিধিনিশেষেধের মধ্যে প্রয়োজন ছারা এক জেলা থেকে অন্যজেলায় যাতায়ত করাযায় না।  এরইমধ্যে দেখাযাচ্ছে গোমতী জেলা থেকে চুরির জন্য দক্ষিন জেলায় ছুটে আসছে চোরের দল।  এই সব বিষয় মিলিয়ে পুলিশের ভূমিকা নিয়ে লোকমনে নানান প্রশ্ন জাগছে।  এখন দেখার বিষয় চোরের শাস্তি প্রদানে ও আগামীদিনে এইসব অপ্রতিকর ঘটনা এরাতে আরক্ষা প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও