কাজ বন্ধ করে দিল এলাকার জনগণ
কাজ বন্ধ করে দিল এলাকার জনগণ

পত্রদূত প্রতিনিধিঃ  তেলিয়ামুড়াঃ- পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য তৈরি হওয়া ডাম্পিং স্টেশন এ তালা ঝুলিয়ে দিয়ে কাজ বন্ধ করে দিল এলাকার জনগণ। খবরে জানা যায়, বিগত বাম সরকারের আমলে তথা আজ থেকে প্রায় ৭-৮ বছর পূর্বে তেলিয়ামুড়া তৈদু রোডের সাত মাইল এলাকায় শুরু হয়েছিল ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ। তেলিয়ামুড়া পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য ওই ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছিল। বর্তমানে প্রায় শেষ পর্যায়ে কাজ চলছে। বুধবার দুপুরে এলাকাবাসীরা একত্রিত হয়ে ডাম্পিং স্টেশনের দরজায় তালা লাগিয়ে দেয়। তাদের অভিযোগ,আবর্জনা ফেলার ফলে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সেই সাথে জীবাণু ছড়িয়ে পড়তে পারে এই ভয় তাদের। এলাকাবাসীদের বক্তব্যে জানা যায়, বুধবার এলাকাবাসীদের সঙ্গে পুর পরিষদের প্রাক্তন পৌর পিতা এবং মহকুমার শাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের এক বৈঠক হওয়ার কথা থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে সেই বৈঠক বাতিল হয়। ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া বিশাল পুলিশবাহিনী ও টি.এস.আর নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এলাকাবাসীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে । পরবর্তীতে এলাকাবাসীরা ডাম্পিং স্টেশনের দরজায় তালা ঝুলিয়ে সেখান থেকে চলে যান। যদিও তাদের দাবি এই জায়গায় ডাম্পিং স্টেশন নির্মাণ করা যাবে না। এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলে এলাকার পরিবেশ দূষিত হবে ফলে এলাকায় বসবাসকারী জনসাধারণের স্বাস্থ্যের  ক্ষতি হবে।তারা অসুস্থ হলে কাছাকাছি কোন স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল নেই ফলে তাদের বিপাকে পড়তে হবে এমনটাই জানালেন এলাকাবাসীরা।   এখন দেখার এই সমস্যা সমাধানে প্রশাসন কি  ধরনের ব্যবস্থা গ্রহণ করেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও