“ইয়াস” পশ্চিমমবঙ্গের ওপর আছড়ে পড়ার সম্ভাবনা
“ইয়াস” পশ্চিমমবঙ্গের ওপর আছড়ে পড়ার সম্ভাবনা

পত্রদূত প্রতিনিধিঃ কলকাতাঃ “ইয়াস” পশ্চিমমবঙ্গের ওপর আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই ঝড়ের হাত থেকে রাজ্যকে সুরক্ষিত করতে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে? সেটা জানতে কেন্দ্রের কেবিনেট সচিব রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব ও বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ছিলেন। বৈঠকে কেন্দ্রের তরফে জানতে চাওয়া হয় রাজ্য পরিস্থিতি মোকাবিলায় কী ব্যবস্থা নিয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী জেলায় সতর্কতা জারি করেছে। সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সাইক্লোন শেল্টার, ফ্লাড রিলিফ সেন্ট্রিগুলিকে প্রস্তুত করা হচ্ছে। পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর, জরুরি পরিষেবা দফতর , বিদ্যুৎ, স্বাস্থ্য, পুরসভা সহ সব দফতর একত্রে সমন্বয় করে এই “ইয়াস” সাইক্লোনের মোকাবিলায় কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে। নবান্নে কন্ট্রোল রুম করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ মে থেকে নিজে থাকবেন এই কন্ট্রোল রুমে। বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম করা হচ্ছে। সেখানেও ২৫ ও ২৬ মে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস থাকবেন। এছাড়া কলকাতার জন্য লালবাজারের তরফে ২০টি টিম গঠন করা হয়েছে । জরুরি ভিত্তিতে বিপন্ন মানুষের কাছে পুলিশের টিম যাতে পৌঁছে যেতে পারে এই টিম সেই কাজ করবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও