ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা করে দিল কেন্দ্র
ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা করে দিল কেন্দ্র

পত্রদূত প্রতিনিধিঃ নয়াদিল্লি: ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা করে দিল কেন্দ্র। আগামী ১৫ জুনের মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মোট ৫ কোটি ৮৬ লক্ষ ২৯ হাজার ভ্যাকসিনের ডোজ দেবে তারা। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি টিকাদান কেন্দ্র যেন আগামী ১৫ জুন পর্যন্ত টিকাদান ক্যালেন্ডার অগ্রিম কো-উইন অ্যাপে প্রকাশ করে দেয়৷ একই সঙ্গে কেন্দ্র জানিয়েছে, রাজ্যগুলি টিকা প্রস্তুতকারকদের কাছ থেকে জুনের শেষ পর্যন্ত আরও ৪ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার টিকার ডোজ সরাসরি কিনতে পারবে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরা তিন মাস পর টিকা নিতে পারবেন। National Expert Group on Vaccine Administration for COVID-19 (NEGVAC)-এর দেওয়া নতুন সুপারিশ অনুসারে, কেউ যদি প্রথম ভ্যাকসিন গ্রহণের পরে আক্রান্ত হন তবে দ্বিতীয় ডোজটি সুস্থ হওয়ার তিন মাস পরে দেওয়া হবে। আগে বলা হয়েছিল, করোনা থেকে সেরে ওঠার ৪৫ দিন পর ভ্যাকসিন নেওয়া যাবে। এদিন মন্ত্রক আরও জানিয়েছে, সদ্য মা হওয়া মহিলাদের কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না। তবে অন্ত্বঃসত্তা মহিলারা টিকা নিতে পারবেন কি না তা নিয়ে এখনও গবেষণা চলছে। কেন্দ্র আরও জানিয়েছে, করোনা আক্রান্ত হওয়া এবং কোভিড টিকা নেওয়ার ১৪ দিন পর থেকেই রক্তদান করা যেতে পারে।  

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও