দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উওপ্ত তেলিয়ামুড়া
দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উওপ্ত তেলিয়ামুড়া

পত্রদূত প্রতিনিধিঃ তেলিয়ামুড়াঃ- দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উওপ্ত তেলিয়ামুড়া। এই সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থক। ঘটনা সোমবার বিকেল আনুমানিক প্রায় সাড়ে তিনটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার পশ্চিম বঙ্গে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের জয় উদযাপন করতে থাকে কংগ্রেসের একাংশ অতিউৎসাহী কর্মী সমর্থকরা। কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকদের বিশ্রী ভাষায় গালিগালাজ সহ দেখে নেওয়ার হুমকি দেয় কংগ্রেসের একাংশ কর্মী-সমর্থকেরা এবং সোমবার তাদের তেলিয়ামুড়া বাজারে পথ আটকে বিজেপি কর্মী সমর্থকদের মারধোর করে বলে অভিযোগ করেন বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক গোপাল বর্মন। তিনি এও জানান কংগ্রেসের সমর্থক বিভাস দাস ও অনির্বাণ ধরের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হবে। এদিকে আহত কংগ্রেস কর্মী বিভাস দাস অভিযোগ করে বলেন, উনি বাড়ি যাওয়ার সময় ২০-৩০ জন যুব মোর্চার কর্মীরা উনার পথ আটকে উনাকে মারধর করেন এবং উনি দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও উনাকে মারধোর করেন এমনই অভিযোগ করেন তিনি। এবং উনার ব্যবহৃত বাইকটি ভাঙচুর চালায় যুব মোর্চার কর্মীরা বলে তিনি অভিযোগ করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী। ঘটনার পরিস্থিতি সামাল দিতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এতে করে উভয় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়। এদিকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সাংবাদিকদের জানান,,, শেষ খবর লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি তেলিয়ামুড়া থানায়। তবে একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা,,, এই সংঘর্ষ পরবর্তী সময়ে বিশাল আকার ধারণ করতে পারে। তবে বর্তমানে পরিস্থিতি সামাল দিতে তেলিয়ামুড়া বাজারে বর্তমানে মোতায়ন করা রয়েছে বিশাল সংখ্যক টিএসআর বাহিনী। তবে গোটা তেলিয়ামুড়ার পরিস্থিতি এখন থমথমে ভাব বিরাজ করছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও