লগ হাটের উদ্বোধন করেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়।
লগ হাটের উদ্বোধন করেন  মন্ত্রী প্রনজিত সিংহ রায়।

পত্রদূত প্রতিনিধিঃ আমবাসাঃ ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের অর্থানুকুল্যে বনদপ্তর এর আওতাধীন আমবাসা ইকোপার্কে গড়ে উঠলো লগহাট। সোমবার এই লগ হাটের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, পর্যটন দপ্তরের সচিব কিরন গীত্যে, দপ্তরের এম.ডি রাভেল হেমেন্দ্র কুমার, ধলাই জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল  সহ অন্যান্যরা। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে আমবাসা বনদপ্তরের অফিসের সন্নিকটে এক প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই লগহাট।২০১৬ এই লগহাট নির্মাণের জন্য ১ কোটি ২৪ লক্ষ টাকা ধার্য করেছিল রাজ্য সরকার। তার থেকে ৬২ লক্ষ ৩ হাজার টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই লগহাট। শুধু তাই নয় ইকোপার্কটিকে সাজিয়ে তোলা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। এখানে তিনটি কটেজ রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত সর্ব সুবিধাযুক্ত। প্রত্যেকটি কটেজে রয়েছে চোখ ধাঁধানো আসবাবপত্র। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি সুন্দর ভ্রমণের জায়গা হয়ে উঠেছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও