ADC এলাকা গুলি এখনো উন্নয়নের ছোঁয়া থেকে কিছুটা পিছিয়ে
ADC এলাকা গুলি এখনো উন্নয়নের ছোঁয়া থেকে কিছুটা পিছিয়ে

পত্রদূত প্রতিনিধিঃ আমবাসাঃ ADC এলাকা গুলি এখনো উন্নয়নের ছোঁয়া থেকে কিছুটা পিছিয়ে। রাস্তাঘাট পানীয় জল সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত এডিসি এলাকাগুলি। বাগমারা এডিসি ভিলেজের নর্থ দুগাং পাড়া এলাকাটি পানীয় জল ও রাস্তার সমস্যায় ভুগছে।  এই এলাকায় প্রায় 40 থেকে 45 পরিবারের বসবাস  । দীর্ঘদিন ধরে এলাকার লোকজন বিদ্যুতের সমস্যায়ও ভুগছিল।  এখন এই এলাকায় বিদ্যুৎ সংযোগ হয়েছে।  যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে কাঁচা রাস্তা। কিন্তু পানীয় জলের কোন ব্যবস্থা নেই এই এলাকায়। সাপ্লাই পয়েন্ট থাকলেও তা শুধু নামকাওয়াস্তে  , জলের সাথে দেখা নেই।  এলাকাবাসীরা জানায় রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা রয়েছে দীর্ঘদিনের, কিন্তু নতুন সরকার আসার পর কিছুটা স্বাবলম্বী হয়েছে এলাকাটি। সুপারি বাগান আনারস বাগান ও রাবার বাগান পেয়েছে সরকারের তরফ থেকে, সরকারি সাহায্য পেয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছে । আর ADC নির্বাচনে উন্নয়নের পক্ষে ভোট দেবে জনজাতি রা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও