ঘোড়ায় চড়ে বর, পালকিতে বউ
ঘোড়ায় চড়ে বর, পালকিতে বউ

পত্রদূত প্রতিনিধিঃ বিশালগড়ঃ পুরনো ঐতিহ্যকৈ ধরে রাখার লক্ষ্যে অভিনব উদ্যোগ এক যুবকের কমলাসাগর বিধানসভা মধুপুর দাস পাড়া এলাকায়। দিনের-পর-দিন বাঙ্গালীদের পুরনো ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। পূর্বে যেভাবে বাঙ্গালীদের মধ্যে পালকি কিংবা ঘোড়ায় চড়ে বিয়েতে যেতে দেখা যেত।  বর্তমান  যুগে তা হারিয়ে গেছে। আর পুরনো ঐতিহ্য ফিরে অর্থাৎ ধরে রাখার লক্ষ্যে মধুপুর দাসপাড়া এলাকার যুবক শিপন দাস নিজ বাড়ি থেকে ঘোড়ায় চড়ে 2 কিমি দূরত্ব গেলেন বিয়ে করতে ।শুধু তাই নয় পরবর্তী সময়ে সে যুবকের স্ত্রীকে আনলেন হারানো দিনের পালকির মাধ্যমে। যার ফলে গোটা মহকুমা আলোড়ন তৈরি হয়ে গেল ।তার পাশাপাশি জনগণের উৎসাহ-উদ্দীপনা তাকে স্বাগত জানালেন দুই হাত নেড়ে। রাস্তার পাশে দু'ধারে হাজার হাজার জনগণ তা দেখে আনন্দে মেতে উঠে পুরনো ঐতিহ্য কথা মনে করে। এদিকে তার কাছে জানতে গেলে তিনি বলেন ছোটবেলায় তার স্বপ্ন ছিল পালকি এবং ঘোড়া নিয়ে বিয়ে করবে। তার পাশাপাশি বর্তমান প্রজন্মের কাছে দাবি রাখেন পুরনো অতীত জড়িয়ে ধরে রাখার লক্ষ্যে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও