প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা অনুগামীদের নিয়ে কংগ্রেস ভবন পরিদর্শন করেন।
পত্রদূত প্রতিনিধিঃ বিশালগড়ে নেশার আঁতুর ঘরে পরিণত জরাজীর্ণ কংগ্রেস ভবনে কিছুদিন পূর্বে একাংশ শাসক দলীয় নেশা কারবারি আগুন লাগিয়ে দেয়। আর সেই আগুনে জেগে উঠলো কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা অনুগামীদের নিয়ে রবিবার দুপুরে কংগ্রেস ভবন পরিদর্শন করেন।দ্রুত কার্যালয়টি সারাই করে রাজনৈতিক কর্মসূচি চালু করবেন কংগ্রেস আশ্বাস সভাপতি। শাসকদলের কর্মীদের তাণ্ডবে এ কংগ্রেস ভবনটি খুলতে পারছেন না বলেও অভিযোগ করলেন সভাপতি। বর্তমানে বিশালগড়ে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলের জর্জরিত শাসকদল। বিশালগড়ে ঘরের মানুষ বর্তমানে আতঙ্কে রয়েছে। প্রশাসনের সাহায্য নিয়ে বিশালগড়কে সুন্দর এবং স্বাভাবিক করে তোলার প্রতিশ্রুতি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা। তিনি আরো বলেন গোটা রাজ্যে শাসক দলের মধ্যে গোষ্ঠী কুন্দলে সাধারণ কর্মীরা জর্জরিত তাদের সেই পাপের শাস্তি বহন করতে হচ্ছে সাধারণ জনগণের। তবে সাধারণ জনগণ গর্জে উঠলে যে সবকিছু সমাধান হবে তা কিন্তু বলাই বাহুল্য। গোটা দেশের জনগণ বুঝতে পারছি বিজেপি নামক দলটি গোটা দেশ থেকে অতি দ্রুত মুছে যাক। মানুষ তার উপযুক্ত জবাব দিবে আগামী ভোটের মাধ্যমে তাও তিনি অবহিত করেন।






















































