তেলিয়ামুড়াতে ও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু
তেলিয়ামুড়াতে ও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু

পত্রদূত প্রতিনিধিঃ তেলিয়ামুড়াঃ  রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়াতে ও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয় চলতি মাসের ১১ ই জানুয়ারি থেকে। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ, মহাকুমা খাদ্য দপ্তর এবং মহকুমা কৃষি দপ্তর কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়াটি যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার দিনেও কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া এগ্রিপ্রডিউস মার্কেটের বাজার শেড ঘরে। এখানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তর, খাদ্য দপ্তর এবং তেলিয়ামুড়া কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তারা। এ দিনে কৃষকদের কাছ থেকে ১৮টাকা ৬৮পয়সা প্রতি কিলো দরে ধান ক্রয় করা হচ্ছে। গত ১১ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে ৯৫. ১ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। যদিও বুধবার দিনেও ধান কেনার প্রক্রিয়া অব্যাহত। তবে রাজ্য সরকারের এই প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে ধান বিক্রি করতে আসা কৃষকরা। যদিও ধান বিক্রি করতে আসা কৃষকদের অভিযোগ ওজনে কারচুপি নিয়ে। কিন্তু কৃষি দপ্তর, তেলিয়ামুড়া মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি এবং খাদ্য দপ্তর কৃষকদের অভিযোগটি খণ্ডন করে বলেন এখানে কোন কারচুপি করা হচ্ছে না, সঠিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও