গ্রামীণ এলাকার মহিলারা ব্যস্ত আলপনা দেওয়ার কাজে
গ্রামীণ এলাকার মহিলারা ব্যস্ত আলপনা দেওয়ার কাজে

পত্রদূত প্রতিনিধিঃ তেলিয়ামুড়া:- বাঙালির বারো মাসে তের পার্বণ এর মধ্যে মকর সংক্রান্তি ও একটি  পার্বণ।  এই মকর সংক্রান্তিকে সামনে রেখে গ্রামীণ এলাকার মহিলারা ব্যস্ত নিজ নিজ বাড়ির উঠোনে আলপনা দেওয়ার কাজে।  কেবল গ্রামীণ এলাকাতেই প্রাচীন ঐতিহ্য প্রত্যক্ষ করা গেলেও শহরের এলাকাগুলিতে তেমনটা প্রচলন নেই বললেই চলে আলপনা দেওয়ার। তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে গামাই বাড়ি এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল ৮০ বছর বয়স্ক বৃদ্ধ মহিলা নিজ বাড়ির উঠোনে আলপনা দেওয়ার কাজে ব্যস্ত।  কথা প্রসঙ্গে তিনি জানান,  মকর সংক্রান্তির দিনে আলপনা দেওয়াটা বংশ পরম্পরা ধরে চলে আসছে।  অন্যদিকে আলপনা দেওয়াটা আবার  শিল্পীর ও কাজ,  এই আলপনার মাঝেই লুকিয়ে আছে প্রাচীন ঐতিহ্য। যা  গ্রামীণ এলাকাগুলির মহিলাদের দ্বারা প্রাচীন ঐতিহ্য ডিজিটাল যুগকে  টেক্কা দিয়ে চলে।তবে  বর্তমানকালেও প্রাচীন ঐতিহ্যের কদর আছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও