সামরিক ড্রোন তৈরিতে এআই প্রযুক্তিতে নজর কিম জং উনের
পত্রদূত প্রতিনিধিঃ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা করেছেন, সামরিক প্রযুক্তি আধুনিকীকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার তার দেশের জন্য এখন ‘শীর্ষ অগ্রাধিকার’। তিনি বলেছেন, নতুন প্রজন্মের ড্রোন ও নজরদারি প্রযুক্তি উন্নয়নে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে অবস্থিত আনম্যানড এরোনটিক্যাল টেকনোলজি কমপ্লেক্স পরিদর্শনকালে কিম বহুমুখী ড্রোন ও নজরদারি বিমানের কার্যকারিতা পরীক্ষা তদারকি করেন। এ সময় তিনি দ্রুত এআই প্রযুক্তি বিকাশ এবং ড্রোনের সিরিয়াল উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।এর মাত্র এক সপ্তাহ আগে কিম নতুন সলিড-ফুয়েল রকেট ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেছিলেন, যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে তিনি মন্তব্য করেন।মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার সামরিক শক্তির মধ্যে রয়েছে পারমাণবিক ওয়ারহেডসমৃদ্ধ ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডার এবং নবীন গুপ্তচর স্যাটেলাইট কর্মসূচি। দেশটিতে সক্রিয় সেনা সদস্য প্রায় ১০ লাখ এবং রিজার্ভ মিলিয়ে সংখ্যা ৭০ লাখেরও বেশি, যেখানে জনসংখ্যা মোটামুটি ২ কোটি ৫৬ লাখ।তবে উত্তর কোরিয়ার এআই সক্ষমতার সঠিক চিত্র স্পষ্ট নয়। স্বাধীন বিশ্লেষণ সংস্থা ৩৮ নর্থ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কিছু একাডেমিক মহলের সঙ্গে সীমিত সহযোগিতায় এআই গবেষণা করেছে। বিশেষ করে চীনের ওপর নির্ভর করেই এআই খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উত্তর কোরিয়া।






















































