১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইয় কান্ডের ঘটনায় গাড়ি স্কুটি সহ গ্রেফতার দুই ছিনতাইবাজ
১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইয় কান্ডের ঘটনায় গাড়ি স্কুটি সহ গ্রেফতার দুই ছিনতাইবাজ

পত্রদূত প্রতিনিধিঃ   গোকুলনগর রাস্তারমাথা এলাকায় ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার খোলাসা করলেন বিশালগড় থানা পুলিশ প্রশাসন। ঘটনা বিবরণ জানাজায় গত ২রা জুন গকুলনগর রাস্তারমথা এলাকায় হাফেজ মিয়া ও তার ছেলে সাগর মিয়াকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাদের কাছ থেকে ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে বিশালগড় থানায়  অভিযোগ জানিয়েছিলেন আক্রান্ত হাফেজ মিয়া ও তার ছেলে সাগর মিয়া। বিশালগড় থানা পুলিশ উক্ত ঘটনায় একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। গোকুলনগর রাস্তারমাথায় উক্ত ছিনতায়ের ঘটনা পুরো রাজ্যের কাছে কলঙ্কিত হয়েছে গোকুলনগর রাস্তারমাথা তথা কমলাসাগর বিধানসভা।পুলিশ উক্ত মামলা হাতে নিয়ে ভুঁইয়ামাথা এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ি স্কুটি সহ কুখ্যাত ছিনতাই বাজ বিকি মজুমদার বাবার নাম মৃণাল মজুমদার বাড়ি আমতলী পাণ্ডবপুর, সাগর দাস বাবার নাম অনিল দাস বাড়ি গোকুলনগর রাস্তারমাথা এই দুই কুখ্যাত ছিনতায়বাজকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করে।এ দুজনকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে সেদিনে হাফিজ মিয়ার কাছ থেকে ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়নি মূলত সেখানে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও