বিজেপি-এনডিএ জোট ২০২৬ সালে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে সরকার গঠন করবে: অমিত শাহ
পত্রদূত প্রতিনিধিঃ রবিবার মাদুরাইতে একটি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি জোর দিয়ে বলেন, ২০২৫ সালে আমরা দিল্লিতে সরকার গঠন করেছি, ২০২৬ সালে বিজেপি-এনডিএ জোট পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সরকার গঠন করবে। বলেন, ২০২৬ সালে এখানে বিজেপি-এআইএডিএমকে জোটের এনডিএ সরকার গঠিত হবে। আমি দিল্লিতে থাকি, কিন্তু আমার কান সর্বদা তামিলনাড়ুর দিকে। মাদুরাই শুধুমাত্র একটি শহর নয়, তার চেয়েও বেশি কিছু। এটি ৩ হাজার বছরেরও বেশি ইতিহাস এবং সংস্কৃতির প্রতীক। আজ আমি এখানে বলছি — এই কর্মী সম্মেলনই ডিএমকে-র পতনের কারণ হতে চলেছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী (এমকে স্ট্যালিন) বলেছেন যে অমিত শাহ ডিএমকে-কে হারাতে পারবেন না। তিনি ঠিক বলেছেন, আমি ডিএমকে-কে হারাতে পারব না, কিন্তু তামিলনাড়ুর জনগণ ডিএমকে-কে হারাতে পারবে। আমি অনেক নির্বাচনে অংশ নিয়েছি এবং আমি জনগণের অনুভূতি বুঝতে পারি এবং এবার তামিলনাড়ুর জনগণ রাজ্য থেকে ডিএমকে-কে উৎখাত করবে। ডিএমকে সরকার দুর্নীতির সকল সীমা অতিক্রম করেছে। তামিলনাড়ু সরকার ১০০ শতাংশ ব্যর্থ; তাদের ইশতেহারে দেওয়া ৬০ শতাংশ প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি।