জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা
জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা

পত্রদূত প্রতিনিধিঃ    পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা ২০২৫ আজ থেকে শুরু হয়েছে। দু'দিনব্যাপী এই নাটক প্রতিযোগিতা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পুর নিগম, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় নজরুল Fকলাক্ষেত্রে আয়োজন করা হয়েছে। এতে ১৭টি নাট্যদল অংশগ্রহণ করে। এ উপলক্ষে একটি নাট্য গ্যালারিও খোলা হয়। অনুষ্ঠানে রাজ্যের ২৫ জন বিশিষ্ট নাট্যকারকে সংবর্ধিত করা হয়দু'দিনব্যাপী এই নাটক প্রতিযোগিতার উদ্বোধন করে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, নাটক হলো সমাজের দর্পণ। নাটকের মাধ্যমে সমাজের ছবি তুলে ধরে সাধারণ মানুষকে বিভিন্ন ক্ষেত্রে সচেতন করা সম্ভব। বর্তমান সরকার রাজ্যের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সমাজে সুস্থ সাংস্কৃতিক মানসিকতা গড়ে তোলার দিশায় কাজ করছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ ভীষ্মদেবের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেনঅনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বলেন, নাটকের মাঝে সব শিল্পই লুকিয়ে রয়েছে। রাজ্য সরকার নাটকের পাশাপাশি হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকেও এগিয়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা, বিশিষ্ট নাট্যকার ননীগোপাল দেব। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা সঞ্জীব চাকমা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও