গোমতী নদীতে মাছ ধরতে গিয়ে এক কৃষক নদীর জলে তলিয়ে গেছে।
পত্রদূত প্রতিনিধিঃ ব্রজ লাল দাশ।বয়স ৫০ বছর হবে। বাড়ি উদয়পুর মহকুমায় ফোঁটা মাটি এলাকায়।পেশায় একজন কৃষক। প্রায়দিনই গোমতী নদীতে ব্রজলাল মাছ ধরতে যায়। শুক্রবার বিকাল তিনটায় গোমতী নদীতে যায় মাছ ধরতে। হঠাৎ পা পিছলে নদীতে পরে যায়।পরে যাবার পর হঠাৎ নদীর ঐ পাড় থেকে কিছু মানুষ দেখতে পেয়ে ব্রজলাল কে বাঁচাতে সাঁতার কেটে আসলে ও ব্রজলাল কে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। সঙ্গে খবর দেওয়া হয় ফোঁটা মাটি পুলিশ ফাঁড়িতে।খবর পেয়ে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।খবর দেওয়া হয় উদ্ধার কারি দলকে। ঘটনাস্থলে ছুটে যায় উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাস।