নিখিল বিশ্বের মঙ্গল কামনায় অখণ্ড সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।
পত্রদূত প্রতিনিধিঃ রক্তদানের মতো মহৎ কর্মসুচি হাতে নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত করলো উত্তর বিলোনিয়া আঞ্চলিক অখন্ড সংগঠনের উদ্যোগে। বৃহস্পতিবার সকাল বিলোনিয়া মকুমাধীন বড়পাথরী সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। মোট পঁয়ত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করে। নিখিল বিশ্বের মঙ্গল কামনায় শ্রী শ্রী স্বামী স্বরুপানন্দের সৃষ্টি অখণ্ড সংগঠন,অখন্ন্ড সংগঠনের প্রধান ও নিত্যকাজ হল জগৎকল্যান, জগৎকল্যানের অংশ হিসেবে এ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। শ্রীশ্রী বাবামনির আদর্শ অনুপ্রেরণা জগতের মঙ্গলেই আমাদের একমাত্র কাজ।আমরা আমাদের কথার মাধ্যমে, চিন্তার মাধ্যমে, ভাবনার মাধ্যমে জগতের মঙ্গল কামনা করতে পারি সর্বপরি রক্তদানের মাধ্যমে জগতের কল্যান করতে পারি,রক্তদানের মাধ্যমে আমরা অনেক লোক কে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি,জগতের কল্যানার্থে অভিনব পরিকল্পনা বলে জানান উত্তর বিলোনিয়া আঞ্চলিক অখন্ড সংগঠনের এক কর্মকর্তা।