বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের দাবি জানাল ডিওয়াইএফআই :
বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের দাবি জানাল ডিওয়াইএফআই :

পত্রদূত প্রতিনিধিঃ   রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শূন্য পদ অবিলম্বে পূরণের দাবি জানালো বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নেতৃবৃন্দ এই দাবি উত্থাপন করেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর রাজ্যে কর্মচারী সংখ্যা ছিল মোট ১ লক্ষ ৫২ হাজার ৮৩১ জন। ছয় বছর বাদে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাজ্যে কর্মচারীর সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫ হাজার ৬৯ জন। তিনি আরো জানান, শিক্ষা, স্বাস্থ্য ,স্বরাষ্ট্র ,পূর্ত - এই দপ্তরগুলি  মুখ্যমন্ত্রী পরিচালনা করেন ।এই চারটি দপ্তরে শূন্য পদের মোট সংখ্যা ৪৩ হাজার ২৮৫ টি।অবিলম্বে সমস্ত শুন্য পদ পূরণের দাবি জানান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও