গৃহবধু দীপান্বিতা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত তপন পাল পুলিশী হেফাজত।
গৃহবধু দীপান্বিতা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত তপন পাল  পুলিশী হেফাজত।

পত্রদূত প্রতিনিধিঃ     তেলিয়ামুড়ার শান্তিনগরের চাঞ্চল্য জনক তরুণী গৃহবধু দীপান্বিতা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত প্রাক্তন বাম কাউন্সিলর তথা একসময়ের এলাকার ডাক সাইটে নেতা বাবু তপন পালের ঠিকানা এবার পুলিশী হেফাজত। উল্লেখ করা প্রয়োজন, ইতিমধ্যে পুলিশ সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে মৃত গৃহবধূর স্বামী তন্ময় পালকে এর আগেই গ্রেপ্তার করেছিল। অভিযোগের পর থেকেই গুণধর তন্ময়ের পিতা বাম নেতা তপন পাল গা ঢাকা দিয়েছিল, সূত্র মারফত খবর দীর্ঘদিন গোমতী ত্রিপুরা জেলার কোন একটা জায়গায় আত্মগোপন করেছিলেন তপন বাবু। অবশেষে সপ্তাহখানেক আগে খোয়াই কোর্টে আত্মসমর্পণ করতে বাধ্য হন পুত্রবধূ হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত তপন পাল। কিছুদিন জেল হাজতে থাকার পর এবার পুলিশ রিমান্ডে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয়েছে তপন পালকে। এই হত্যাকাণ্ডে অপর অভিযুক্ত তপন পালের গুণধর কন্যা এখনো পলাতক, যদিও পুলিশ দাবি করেছে খোঁজার চেষ্টা চলছে। শান্তিনগরের বধু হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবি রাজনৈতিক দল মত নির্বিশেষে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও