লাখ টাকার অলঙ্কার ৪ হাজার টাকায় বিক্রি করতে এসে গ্রেপ্তার যুবক, ঘটনা বিশ্রামগঞ্জ বাজারে
পত্রদূত প্রতিনিধিঃ স্বর্ণ এবং রুপার জিনিস চুরি করে বিক্রি করতে এসে গ্রেপ্তার হয় চোর। ঘটনা বৃহস্পতিবার বিকেল বিশ্রামগঞ্জ থানাধীন বিশ্রামগঞ্জ মধ্যবাজার কালি বাড়ীর উল্টোদিকে এস ব জুয়েলারি দোকানে।পূর্ব নলছড় বড়মুড়া এলাকার এক যুবক স্বর্ণের শাঁখার পাত স্বর্ণের কানের এবং স্বর্ণের কয়েকটি টুকরো এবং রুপার তৈরি নুপুর বেসলেট, গলার চেইন,বিক্রি করতে আসে বিশ্রামগঞ্জ এস বি জুয়েলার্সের মালিক লিটন বণিকের কাছে।যুবককে দেখেই লিটন বণিকের সন্দেহ হয়। অনেক গুলি স্বর্ণের জিনিস এবং রুপোর জিনিস বিক্রি করতে আসে তার কাছে। যুবকটি তাকে বলে তাকে ৪০০০ টাকা দিলেই হবে।এই কথা শুনে সন্দেহ হয় এস বি জুয়েলার্সের মালিক লিটন বণিকের।লিটন বনিক স্বর্ণের এবং রুপার সামগ্রী গুলো ওজন দিয়ে গোপনে খবর দিয়ে দেয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে।খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ এবং সেকেন্ড ওসি মিঠুন সাহা দৌড়ে ছুটে যায় এসবি জুয়েলার্সে। পুলিশ এস বি জুয়েলার্স থেকে স্বর্ণের এবং রুপার সামগ্রী গুলো ওজন দিয়ে চোরকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায়। থানায় এনে ভালোভাবে তার তল্লাশি নেয় পুলিশ। তার কাছে আরো স্বর্ণ এবং রুপা আছে কিনা। থানায় এনে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালায়। কোথা থেকে এই সমস্ত জিনিস গুলি চুরি করে এনেছে?? কেন চুরি করেছে? তার কাছে আর জিনিস আছে কিনা? কার দোকান থেকে সে এই সামগ্রীগুলো চুরি করেছে? পুলিশী জিজ্ঞাসা বাদে যুবকটি জানায় তার নাম কৃষ্ণ দাস ২৪ পিতা মৃত কানু দাস। তার বাড়ি পূর্ব নলছড় বড়মুড়া এলাকায়।সে এই জিনিস গুলো আজকেই নলছড় বাজারের জয়ন্ত লস্করের জুয়েলারি দোকান থেকে চুরি করে বিশ্রামগঞ্জ বাজারে বিক্রি করার জন্য এনেছিল। বিশ্রামগঞ্জ থানার ওসি মেলাঘর থানা এবং নলছড় বাজার ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বিষয়টি জানায় এবং যুবকের ছবি তাদেরকে পাঠায় তাকে সনাক্ত করার জন্য। চুরি করা স্বর্ণের সামগ্রী গুলোর ওজন ১০.৮৫০ মিলিগ্রাম এবং রুপার সামগ্রী গুলোর ওজন ১২৯ গ্রাম। এই সমস্ত সামগ্রী গুলোর দাম আনুমানিক এক লক্ষ টাকার উপরে হবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ। কৃষ্ণ দাস কে বিশ্রামগঞ্জ থানার লক আপে রাখা হয়েছে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ এস বি জুয়েলার্সের মালিক লিটন বণিকের দোকানে ভিড় জমায় গোটা বিশ্রামগঞ্জ এলাকার ব্যবসায়ীরা। এমনিতেই আজ বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ সাপ্তাহিক বাজার। সাপ্তাহিক বাজারে ক্রেতা বিক্রেতার ভিড়ে বেসামাল হয়ে যায় বিশ্রামগঞ্জ বাজার। জুয়েলারি দোকানে চোর আটক হয়েছে এই খবর পেয়ে গোটা বাজারের ব্যবসায়ীরা ছুটে আসে তার দোকানে। এই ঘটনায় বিশ্রামগঞ্জ বাজারের জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চোরের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্রামগঞ্জ বাজারের সমস্ত জুয়েলারি ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায়।