রাষ্ট্রপতিকে কি সময়সীমা বেঁধে দিতে পারে সুপ্রিম কোর্ট, প্রশ্ন দ্রৌপদী মুর্মুর
পত্রদূত প্রতিনিধিঃ রাষ্ট্রপতিকে কি সময় বেঁধে দিতে পারে সুপ্রিম কোর্ট ? শীর্ষ আদালতের কাছে এই প্রশ্নের উত্তর চাইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷উল্লেখ্য, তামিলনাড়ুর আইনসভায় পাশ হওয়া বিলগুলি অনুমোদন করার জন্য রাষ্ট্রপতি ও রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার উত্তরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শীর্ষ আদালতে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন, রাজ্যপালদের উপরে সময়সীমা আদৌ কি আরোপ করা যেতে পারে। সংবিধানের ১৪৩ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছেন তিনি। ওই আইন রাষ্ট্রপতিকে আইনি সমস্যা বা জনমানসে প্রয়োজনীয় বিষয় নিয়ে আদালতের সঙ্গে পরামর্শ করার অধিকার দেয়। রাষ্ট্রপতি আরও জানতে চেয়েছেন, বিল পেশ করার সময় রাজ্যপাল মন্ত্রী পরিষদের সহায়তা এবং পরামর্শ মেনে চলতে বাধ্য কি না। এপ্রিলে বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মহাদেবনের একটি বেঞ্চ ডিএমকে সরকার ও রাজ্যপাল আর এন রবির মধ্যে স্থগিত বিল নিয়ে সংঘর্ষের নিষ্পত্তি করতে আদালতের বিশেষ ক্ষমতা ব্যবহার করে। আদালত বলে, রাজ্যপাল ১০টি বিল অনুমোদনে অস্বীকৃতি জানিয়েছেন। সেগুলি অনুমোদনের জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দেয় আদালত।