দিল্লির পূর্ববর্তী সরকার আম্বেদকরের নামে রাজনীতি করতে চেয়েছিল : রেখা গুপ্তা
পত্রদূত প্রতিনিধিঃ ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে রবিবার সকালে ম্যারাথনের সূচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সবুজ পতাকা নেড়ে এই ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "পূর্ববর্তী সরকার বাবাসাহেব আম্বেদকরের নামে রাজনীতি করতে চেয়েছিল এবং তাঁকে একটি শ্রেণীবদ্ধ বর্ণের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল, কিন্তু তিনি কেবল একটি শ্রেণীবদ্ধ বর্ণের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য একজন মহাপুরুষ ছিলেন। বিরোধী নেতাকে জিজ্ঞাসা করুন, তারা কি বাবাসাহেবের জন্মবার্ষিকী উদযাপন করতে ভারতে উপস্থিত আছেন?"ম্যারাথনের আয়োজন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন, "বাবাসাহেব আম্বেদকরের জয়ন্তী উপলক্ষ্যে দিল্লি সরকার একটি চমৎকার ওয়াকাথনের আয়োজন করেছে। দিল্লি সরকার বাবাসাহেবের দেখানো পথে চলতে এবং তাঁর প্রতিষ্ঠিত নীতি অনুসরণ করে এবং জনগণকে ন্যায্য শিক্ষা, স্বাস্থ্য এবং সমতা প্রদানের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।"