ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত: ওমানি পররাষ্ট্রমন্ত্রী
পত্রদূত প্রতিনিধিঃ মুসলিম বিশ্বের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমান জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনার লক্ষ্য ছিল একটি ন্যায়সঙ্গত ও বাধ্যতামূলক চুক্তির পথে অগ্রসর হওয়া।ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানান, মাসকটে অনুষ্ঠিত এ আলোচনায় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল দূত স্টিভ উইটকফকে স্বাগত জানান এবং মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।তিনি লেখেন, আমি দুই সহকর্মীকে ধন্যবাদ জানাই তাদের অংশগ্রহণের জন্য, যা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং উভয় পক্ষকে আরও কাছাকাছি এনেছে।ওমানি পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার মূল বিষয় ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ও তেহরানের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার। আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তির পথ খুঁজে পাওয়ার চেষ্টা চলছে যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনে সহায়ক হবে।তিনি আরও বলেন, ওমান এই প্রচেষ্টায় তার ভূমিকা অব্যাহত রাখবে এবং যেকোনো গঠনমূলক প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত।