ক্রিকেট প্রেমীদের জন্য স্বামী বিবেকানন্দ ময়দানে আইপিএল ফ্যান পার্কের ব্যবস্থা করেছে বিসিসিআই :
পত্রদূত প্রতিনিধিঃ আইপিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলছে ।এই ক্রিকেট টুর্নামেন্ট কে কেন্দ্র করে সারা দেশের ক্রিকেটপ্রেমীরা উত্তাল হয়ে উঠেছেন ।আইপিএল ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাকে স্বাগত জানিয়ে দেশের ২৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫০ টি শহরে আইপিএল এর ফ্যান পার্ক গড়ে তুলছে বিসিসিআই। এরই অঙ্গ হিসেবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আইপিএল ফ্যান পার্ক এর ব্যবস্থা করা হয়েছে। আগামী ১২ এবং ১৩ এপ্রিল এই ফ্যান পার্কে আইপিএলের মোট চারটি ম্যাচ জায়ান্ট স্কিনে করে দেখানো হবে। এতে রাজধানীর ক্রিকেটপ্রেমীরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আবহে আইপিএলের লিগ ম্যাচ উপভোগ করতে পারবেন। বিসিসিআইয়ের সহযোগিতায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই ব্যবস্থা গড়ে তুলছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিসিসিআইয়ের প্রতিনিধি ইরফান দাদন এই সংবাদ জানিয়েছেন। স্বামী বিবেকানন্দ ময়দানে আইপিএল ফ্যান পার্কে শনিবার জায়েন্ট স্ক্রিনে করে ব্যাঙ্গালোর সুপার জায়েন্ট এবং গুজরাট টাইটান্স এর ম্যাচ সম্প্রচার করা হবে। এরপর সানরাইজেস হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংস এর ম্যাচটিও সম্প্রচার করা হবে ।রবিবার অর্থাৎ ১৩ এপ্রিল দেখানো হবে রাজস্থান রয়েলস ভার্সেস রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং দিল্লী ক্যাপিটালস ভার্সেস মুম্বাই এর ম্যাচ। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন কুমার লোধ এবং সচিব সুব্রত দে উপস্থিত ছিলেন।