কমলপুরের  নোয়াগাও পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় গাঁও চলো অভিযান
 কমলপুরের  নোয়াগাও পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় গাঁও চলো অভিযান

পত্রদূত প্রতিনিধিঃ    বিজেপি দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সারা রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচী চলছে। শুক্রবার কমলপুরের  নোয়াগাও পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় গাঁও চলো অভিযান।  এদিন এলাকার শিব মন্দিরে সাফাই অভিযান, দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা, মতবিনিময় সহ করা হয় বিভিন্ন কর্মসূচী। উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, কমলপুর মন্ডল সভানেত্রী শম্পা দাস,গ্রামপ্রধান করুনা দেব্বর্মা, উপ প্রধান বাদল দেব, প্রাক্তন প্রধান পবিত্র দাস সহ অন্যান্যরা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও