শিক্ষক স্বপন নমঃ মিড ডে মিল ওয়ার্কার্সদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
পত্রদূত প্রতিনিধিঃ আসছে বাংলা নববর্ষ কে কেন্দ্র করে আমবাসা এলাকার শিক্ষক স্বপন নমঃ আমবাসা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের মিড ডে মিল ওয়ার্কার্সদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। শিক্ষক স্বপন বাবু বলেন বিদ্যালয় গুলিতে মিড ডে মিল রান্না করে উনারা মাত্র ২৫০০ টাকা মাস শেষে পায়। আর এই স্বল্প আয়ে উনাদের চলতে খুবই কষ্ট হয়। তাই নববর্ষের দিনে উনাদের মুখে হাসির ফোটাতে উনার এই উদ্যোগ। পাশাপাশি স্বপনবাবু আরো বলেন আগামী দিনে সরকার যেন তাদের মাসিক যে অর্থ মিড ডে মিল রান্না করে উপার্জন করে সেই অর্থ বৃদ্ধি করার দিকে চিন্তাভাবনা করেন। তিনি বলেন রাজ্য সরকার রাজ্যের গরিবদের উন্নয়নের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করার জন্য কাজ করে চলছে। স্বপনবাবু আশা করেন সরকার বিদ্যালয় গুলিতে মিড ডে মিল রান্না তৈরি করার কাজে নিয়োজিত মহিলাদের মাসিক আয় বৃদ্ধি করার দিকে নজর দিবে। এদিন বিভিন্ন স্থানে গিয়ে স্বপন বাবু ৭৬ জন মিড ডে মিল তৈরি করার কাজে নিয়োজিত মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। নতুন বস্ত্র পেয়ে খুশি মহিলারা।