গ্রাম চলো অভিযান কর্মসূচির অংশ হিসেবে বেলাপুর পরিদর্শন করলেন নবেন্দু ভট্টাচার্য
গ্রাম চলো অভিযান কর্মসূচির অংশ হিসেবে বেলাপুর পরিদর্শন করলেন নবেন্দু ভট্টাচার্য

পত্রদূত প্রতিনিধিঃ    ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা বর্ষ উৎযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যপী গ্রাম চলো অভিযান চলছে। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে শুক্রবার খয়েরপুর মন্ডলের অন্তর্গত বেলাপুর এলাকায় গ্রাম চলো অভিযান কর্মসূচীর আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, বিজেপি নেতা প্রশান্ত সাহা, স্থানীয় বুথ কমিটির নেতা মঙ্গল দেববর্মা সহ অন্যান্যরা। এদিন কর্মসূচিতে গিয়ে নবেন্দু ভট্টাচার্য আমিও এলাকার বিভিন্ন বয়সী পুরুষ ও মহিলাদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। তাদের কাছে তিনি জানতে চান বর্তমান সরকারের সময় গ্রামীন এলাকার মানুষ কি কি সুবিধা পেয়েছেন, তাদের কি কি চাহিদা রয়েছে এবং সরকারের কাজকর্মে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট, তাদের কি কি প্রত্যাশা পূরণ হয়েছে এবং কি কি পূরণ হয়নি। বিশেষ করে তিনি প্রবীণ বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে মতামত জানতে চান। প্রায় সকলেই বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাজের প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি বলেন যাদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে তাদের সমস্যার সমাধান করে প্রকল্প পাওয়ার কাজ দ্রুত সম্পূর্ণ করা।    গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সরকারের কাজের প্রশংসা করেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও