সাব্রুমে ব্লক ভিত্তিক পশু-পাখি মেলা ২০২৫,প্রাণিসম্পদ উন্নয়নের পথে এক উজ্জ্বল পদক্ষেপ
সাব্রুমে ব্লক ভিত্তিক পশু-পাখি মেলা ২০২৫,প্রাণিসম্পদ উন্নয়নের পথে এক উজ্জ্বল পদক্ষেপ

  পত্রদূত প্রতিনিধিঃ   জাতীয় লাইফস্টক মিশনের অন্তর্গত এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আজ সাব্রুম ভেটেরিনারি হসপিটালের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ব্লক ভিত্তিক পশু-পাখি মেলা ২০২৫। প্রাণিসম্পদ ও কৃষিজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং উৎসাহ প্রদানের লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়, যা গোটা অঞ্চলে এক নতুন উদ্দীপনার সঞ্চার করে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত। তার সঙ্গে উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, সাব্রুম নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন শান্তিপ্রিয় ভৌমিক, সহকারি অধিকর্তা লিটন রিয়াং, ভেটেনারি সার্জেন্ট ত্রিদীপ দেবনাথ।এগ্রি স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান সুব্রত দেবনাথ।মেলায় সভাপতিত্ব করেন   এলাকার উপ্রধান রনজিত সিং।মেলায় ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা তাঁদের পালিত পশু ও পাখি প্রদর্শন করেন। গরু, ছাগল, ভেড়া, কুকুর, ঈগল পাখি, খরগোশ, ইন্ডিয়ান টার্কি প্রভৃতি গৃহপালিত ও অর্ধপালিত প্রাণী মেলায় দর্শনার্থীদের মধ্যে বিপুল আগ্রহ সৃষ্টি করে। শুধু পশু-পাখি নয়, মেলায় মাছ প্রতিপালন সম্পর্কেও আয়োজিত হয় একটি বিশেষ প্রতিযোগিতা, যেখানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা ব্যক্তিরা অংশগ্রহণ করে তাঁদের পদ্ধতি ও সাফল্যের গল্প তুলে ধরেন।প্রতিযোগিতার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা। এতে খামারিদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা জাগে।মেলায় উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে প্রাণিসম্পদ রক্ষা ও সম্প্রসারণ, পাখি পালন ও মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “এই খাতে সম্ভাবনা অপরিসীম। সঠিক প্রশিক্ষণ, যত্ন ও পরিকল্পনার মাধ্যমে শুধু আত্মনির্ভর হওয়া নয়, গ্রামীণ অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।” তাঁরা জনগণকে বিশেষভাবে অনুরোধ করেন এই সমস্ত পেশায় এগিয়ে আসার জন্য, যাতে জীবিকা ও জীবনের মান উভয়ই উন্নত হয়।জেলা সভাধিপতি দিপক দত্ত বলেন সরকার খামারিদের সহযোগিতা করার লক্ষে আর্থিক সহায়তা প্রদান করছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও