কেন্দ্রীয় বাজেট ও মোদি সরকারকে সমর্থন জানিয়ে দক্ষিণ জেলা ভিত্তিক বিজেপির জনজমায়েত।
কেন্দ্রীয় বাজেট ও মোদি সরকারকে সমর্থন জানিয়ে দক্ষিণ জেলা ভিত্তিক বিজেপির জনজমায়েত।

পত্রদূত প্রতিনিধিঃ   বিকশিত ভারতের, বিকশিত বাজেট এই স্লোগান কে সামনে রেখে। জনকল্যাণকারি জনহিতৈষী বাজেট পেশের জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় বিলোনিয়া পুরাতন টাউন হল প্রাঙ্গণে। রবিবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা বিজেপি কমিটির উদ্যোগে। এই দিনের আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা , জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী , বিধায়িকা স্বপ্না মজুমদার সহ জেলা ও মন্ডল স্তরের সকল নেতৃত্ব ও সংগঠনের প্রতিটি মোর্চা স্তরের নেতৃত্বরা। এই দিনের ধন্যবাদ সূচক সমাবেশে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে বিলোনিয়া পুরাতন টাউন হল প্রাঙ্গনে। কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে ধন্যবাদ সমাবেশ হলেও উপস্থিত বক্তারা বাজেটের বিষয় নিয়ে তথ্য তুলে ধরে দিশা দেখাতে পারে নি উপস্থিত শ্রোতা ও জনগণের সামনে । এই বাজেট জনকল্যাণমূলক কি কি হতে পারে সেই তথ্য তুলে ধরতে পারে নি প্রদেশের দুই নেতা । দীর্ঘ ২৫ বছরের বাম শাসন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীকে তুলোধোনা করতে একবিন্দু ছাড়েননি, শুধুমাত্র সিপিআইএম ও কংগ্রেসের সমালোচনা করে দীর্ঘ বক্ততা রাখলেন বিজেপি বক্তারা। উপস্থিত জনগণ বাজেট সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য এই জনসভা থেকে শুনতে পাননি। যদিও বলা চলে এই জনসভা সর্বাঙ্গীন সার্থক হয়েছে প্রতিটি দলীয় কার্যকর্তা সুদৃষ্টভাবে তাদের আপ্রাণ চেষ্টায় জনসভা কে সফল রূপ দিতে পেরেছেন বলে মনে করছেন দলীয় নেতারা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও