উওর এিপুরা জেলা ভিওিক গ্রান্ড টেলেন্ট হান্ট কনটেষ্ট এর পরিক্ষা
 উওর এিপুরা জেলা ভিওিক গ্রান্ড টেলেন্ট হান্ট কনটেষ্ট এর পরিক্ষা

পত্রদূত প্রতিনিধিঃ   পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়,বিলথৈ দ্বাদশমান বিদ্যালয় সহ ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে এক যোগে অনুষ্ঠিত হয় পানিসাগর  ম্যাথ একাডেমি এর উদ্যোগে তৃতীয় তম উওর এিপুরা জেলা ভিওিক গ্রান্ড টেলেন্ট হান্ট কনটেষ্ট এর পরিক্ষা।ম্যাথ একাডেমি সুএে জানানো হয় যে,এবারকার কনটেষ্ট টি তৃতীয় বর্ষে পদার্পন করেছে।এাবারের তিনটি পরিক্ষা কেন্দ্রে মোট ৯৫০ জন ছাএ ছাএি পরিক্ষায় অংশগ্রহণ করেন।উক্ত পরিক্ষায় মোট তিনটি স্থরপ বিভক্ত করা হয়।প্রতিটি স্থরে সফলতমদের মোট ১৪০ টি পুরুস্কার দিয়ে পুরুস্কৃত করা হবে।এছাড়াও থাকছে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারিদের নগদ অর্থরাশি প্রদানের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান।বিগত দিন গুলোতে এটি পানিসাগরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ছাএ ছাএিদের অংশ গ্রহণের হার বৃদ্ধি পাওয়াতে এবারে ধর্মনগরেও অনুষ্ঠিত হয় উক্ত পরিক্ষা কর্মসূচি।বর্তমান প্রজন্মের ছাএ ছাএিদের বিভিন্ন ধরনের কমপিটেটিভ পরিক্ষায় ভালো ফলাফলে সহায়তা প্রদানের লক্ষে পানিসাগর ম্যাথ একাডেমি এই ধরনের কর্মসূচি হাতে নেয়।এছাড়াও এই ধরনের পরিক্ষায় সফলতমদের সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে।এই সার্টিফিকেট এর উপর ভিওি করে ম্যাথ একাডেমির যে কোন শাখায় অধ্যয়ন নিতে গেলে থাকবে বিশেষ ছাড়ের সুব্যবস্থা।এছাড়াও রয়েছে পরিক্ষায় ভালো ফলাফল করতে সাজেশন এর ব্যাবস্থা।পানিসাগর ম্যাথ একাডেমি আয়োজিত এই ধরনের কনটেষ্ট কে ঘিরে ছাএ ছাএি সহ শিক্ষক অভিবাবক মহলে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও