এস্কোপ কফ সিরাপ এবং ৪০০০ ইয়াবা টেবলেট উদ্ধার
এস্কোপ কফ সিরাপ এবং ৪০০০ ইয়াবা টেবলেট উদ্ধার

পত্রদূত প্রতিনিধিঃ   রবিবার বিকাল আনুমানিক তিনটা নাগাদ ধর্মনগর আনন্দবাজার এসপিও ক্যাম্প এর কর্মীরা রুটিন তল্লাশি করার সময় একটি TR050382 নাম্বারের অল্ট গাড়ি দেখে সন্দেহ হয় আনন্দবাজার এসপি ও ক্যাম্পের কর্মীদের ।আনন্দবাজার এসপি ও ক্যাম্পের কর্মীরা শুরু করে তল্লাশি এই তল্লাশি তে গাড়ির গোপন কক্ষ থেকে ৫০ বোতল এস্কোপ কফ সিরাপ এবং ৪০০০ ইয়াবা টেবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ আটক করে হেলাল মিয়া নামে ধৃত এক নেশা কারবারি কে, ধৃত নেশা কারবারির বিরুদ্ধে NDPS ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। এদিকে হেলাল জানিয়েছে, শেষ শাখাইবাড়ি এলাকার করিম উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে এই নেশা দ্রব্যগুলো এনেছে কৈলাশহরে নিয়ে যাওয়ার জন্য । 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও