"ইয়ে তো হোনাহি থা"- মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা
পত্রদূত প্রতিনিধিঃ "ইয়ে তো হোনাহি থা"- দিল্লিবাসী এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে হার্দিক অভিনন্দন জানিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। দিল্লিতে ২৩ বছর বাদে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকার। দিল্লির বিরাট জয়ে উচ্ছ্বাসিত রাজ্যের গেরুয়া শিবির। এই বিরাট জয়ের জন্য দিল্লিবাসী এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কে হার্দিক অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে বিজনেস কনক্লেভে যোগদান করেন মুখ্যমন্ত্রী ।সেখানে দিল্লির ফলাফলের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা ।দিল্লির জয়ের সুবাদে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কে স্বাভাবিকভাবেই উৎফুল্ল দেখাচ্ছিল ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান "ইয়ে তো হোনাহি থা"। দিল্লির শাসক দল দুর্নীতির পঙ্কে নিমজ্জিত হয়ে গিয়েছিল ।দিল্লীবাসি সেটা বুঝতে পেরেছিলেন। এই ফলাফল সেটাই প্রমাণ করে। দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরাট জয়ের জন্য দিল্লীবাসীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান ,এই বিরাট জয় সম্ভব হয়েছে একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।






















































