পানিসাগর আরক্ষা প্রশাসনের উদ্দ্যোগে সড়ক সুরক্ষা এর উপর সচেতনতা মুলক কর্মশালা
পানিসাগর আরক্ষা প্রশাসনের উদ্দ্যোগে সড়ক সুরক্ষা এর উপর সচেতনতা মুলক কর্মশালা

পত্রদূত প্রতিনিধিঃ    সকাল এগারো ঘটিকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পানিসাগর বাজার স্থিত ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে পানিসাগর আরক্ষা প্রশাসনের উদ্দ্যোগে সড়ক সুরক্ষা এর উপর সচেতনতা মুলক কর্মশালা।এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা,পানিসাগর আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য,সাবইন্সপেক্টর রাজীব অধিকারী সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা।এতে পানিসাগর আরক্ষা প্রশাসনের সাথে অংশ গ্রহণ করে পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ে ছাএ ছাএি বৃন্দরা।উক্ত সড়ক সুরক্ষা কর্মসূচির মূল লক্ষ্যই ছিলো দ্বি চক্রযান ব্যাবহার কারী যান চালকদের সুরক্ষার বিষয়ে ছাএ ছাএিদের অবগত করা।কারন আজকাল অধিকাংশ ক্ষেএেই পুরুষ দের পাশাপাশি মহিলারাও হাতে হাত মিলিয়ে দ্বি চক্রযান কিংবা বাইক স্কুটি ব্যাবহার করে চলেছেন।এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে স্কুল পড়ুয়া ছাএ ছাএিদের মধ্যে দ্বি চক্রযান ব্যাবহারের গুরুত্ব সহ প্রয়োজনীয় ট্রাফিক বিধি সহ মোটর ভ্যাহিক্যাল এক্টে বিভিন্ন ধরনের বিধিনিষেধে উপর অনুষ্ঠিত হয় উক্ত সচেতনতা মুলক কর্মসূচি।আজকের দিনের স্কুল পড়ুয়া ছাএ ছাএিরাই আগামী প্রজন্মের চলার পথের পাথেয়।তাই যান বাহন চালনার ক্ষেএে ট্রাফিক বিধিনিষেধ সম্পর্কিত তথ্য স্কুলে পাটরত ছাএ ছাএিদের মধ্যে ছড়িয়ে দিতেই এই ধরনের উদ্যোগ হাতে নেয় পানিসাগর আরক্ষা প্রশাসনের উর্ধতন আধিকারিকেরা।এই মর্মে আজ সচেতনতা মুলক কর্মসূচিতে আরক্ষা কর্মীদের পাশাপাশি ছাএ ছাএিদের মাধ্যমে পথ চলতি হেলমেট বিহীন বাইক স্কুটি চালক সহ নম্বর বিহীন,লাইসেন্স বিহীন,রেজিষ্ট্রেশন বিহীন চালকদের কেও সচেতন করা হয়।পাশাপাশি আগামী দিন গুলোতে এই ধরনের ভূল গুলোকে প্রতিহত করে একজন আদর্শবান চালকের ভূমিকা পালন করতে বাইক ও স্কুটি চালকদের ফুল উপহার দিয়ে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়।পাশা পাশি ট্রাফিক আইন মান্যতাকারি বাইক ও স্কুটি চালকদের কেও ফুল দিয়ে সম্মাননা প্রদর্শন করা হয়।তৎসঙ্গে ট্রাফিক বিধি লঙ্গন কারিদের বিরুদ্ধে কি কি আইন প্রযোজ্য রয়েছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ও,সি সুমন্ত ভট্টাচার্য।এছাড়াও আনুনিক যন্ত্রপাতি ব্যাবহার করে কি করে বাইক ও স্কুটি গুলোর মাএাতিরিক্ত গতী অনুস্বরন করা সহ পজ মেশিনের মাধ্যমে যানবাহনের নতিপএ যাচাই করার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।রাজ্য জোরে এিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে পানিসাগর আরক্ষা প্রশাসনের উদ্দ্যোগে স্কুল পড়ুয়া ছাএ ছাএিদের নিয়ে এই ধরনের কর্মসূচি কে ঘিরে গোটা পানিসাগর মহকুমার জনগন পুলিশ কে সাধুবাদ জানিয়েছেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও