একটি পরিবেশ সংক্রান্ত পরিচিতি মূলক অনুষ্ঠানের আয়োজন
পত্রদূত প্রতিনিধিঃ ১৮৭৫ সালে ইন্ডিয়ান মেট্রোলোজিক্যাল ডিপার্টমেন্ট বা ভারতের আবহাওয়া বিভাগের যাত্রা শুরু হয় । এবছর ১৫ জানুয়ারি ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন করছে আইএমডি বা ভারতের আবহাওয়া বিভাগ। এই উপলক্ষে দেশের সব কোডটি প্রদেশের আবহাওয়া অফিসের উদ্যোগে চলছে বিভিন্ন অনুষ্ঠান । এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর নড়হিংগড়সস্হিত ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করে আইএমডি র আগরতলা শাখা ।এই কর্মশালায় আবহাওয়া ,আবহাওয়ার পরিবর্তন এবং জনজীবনে এর প্রভাব সংশ্লিষ্ট বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের অবগত করানো হয় ।এই কর্মশালা বা পরিচিতি মূলক অনুষ্ঠান প্রসঙ্গে আগরতলা আবহাওয়া বিভাগের এক আধিকারিক জানান ,সারা দেশের সাথে রাজ্যেও হর হর মৌসম হর ঘর মৌসুম এই শ্লোগানকে সামনে রেখে চলছে ভারতের আবহাওয়া বিভাগের দেড়শ বছর পূর্তি অনুষ্ঠান ।এই অনুষ্ঠান উপলক্ষেই এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে ।এই কর্মশালার লক্ষ্য, কৌতহলি ছাত্রছাত্রীদের আবহাওয়া সম্পর্কে বিশদ জ্ঞান প্রদান করা।