অঙ্গনওয়াড়ির কচিকাঁচাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা
পত্রদূত প্রতিনিধিঃ আমবাসা পুরো পরিষদের উদ্যোগে অঙ্গনওয়াড়ির কচিকাঁচাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আমবাসা দশমী ঘাট ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুরো পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার, এডুকেশন এন্ড স্পোর্টস কমিটির সভাপতি সুমন দেবনাথ, পুরো পরিষদের কাউন্সিলর শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা, এদিন আমবাসা পৌর পরিষদের অন্তর্গত ২৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। মোট তিনটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে সুমন দেবনাথ বলেন অঙ্গনওয়াড়ির কচিকাচাদের নিয়ে প্রত্যেক বছরই এ ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে, ২৪ টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছোট ছোট ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।