শিয়া মতবাদ সম্প্রসারণ, তিন ইমামের ভূয়সী প্রশংসা খামেনির
শিয়া মতবাদ সম্প্রসারণ, তিন ইমামের ভূয়সী প্রশংসা খামেনির

পত্রদূত প্রতিনিধিঃ শিয়া ইসলামের সম্প্রসারণের জন্য তিন ইমামের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি।  তিনি বলেছেন, ইমাম জাওয়াদ, ইমাম হাদী এবং ইমাম আল-আসকারি (আ.)-এর সময়ে যেভাবে শিয়া ইসলাম সম্প্রসারিত হয়েছে তা আগে কখনো হয়নি। ইমাম হাদী (আ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন খামেনি।  এ সময় তিনি ইমাম জাওয়াদ, ইমাম হাদী এবং ইমাম হাসান আল-আসকারি (আ.)-এর সম্পর্কে গবেষণা ও লেখার আহ্বানও জানান।ইমাম জাওয়াদ, ইমাম হাদী এবং ইমাম হাসান আল-আসকারি (আ.)-এর খুতবা ও বইতে তাদের সম্পর্কে খুব কম কথা উল্লেখ আছে বলেও সমালোচনা করেন খামেনি।  তিনি বলেন, এই তিন ইমামের সময়ে শিয়া ইসলাম পরিমাণ ও মানের দিক থেকে যতটা প্রসারিত হয়েছে তা কোনও যুগেই হয়নি। আয়াতুল্লাহ খামেনি উল্লেখ করেছেন,  ইসলামের ইতিহাসে কোনও সময়েই শিয়া মতবাদ এই তিনজন বিশিষ্ট ইমামের যুগে এত ব্যাপক স্বীকৃতি অর্জন করতে পারেনি।  ইমাম হাদী এবং ইমাম জাওয়াদ (আ.)-এর সময়ে বাগদাদ ও কুফা শিয়া আদর্শের মূল কেন্দ্রে পরিণত হয়েছিল এবং শিয়া শিক্ষার প্রচারে এই সম্মানিত ব্যক্তিত্বদের ভূমিকা ছিল অসাধারণ।স্মরণসভায় আয়াতুল্লাহ খামেনি তার সম্প্রতি পড়া একটি উপন্যাসের কথাও উল্লেখ করে বলেন,  ইমাম জাওয়াদের (আ.)-এর অলৌকিক ঘটনার রুপরেখা সম্পর্কে জানতে পরেন।  তিনি এই অঞ্চলে শৈল্পিক কাজের উত্পাদনকে অপর্যাপ্ত বলে বর্ণনা করেন এবং এই বিষয়ে আরও কাজ করার আহ্বান জানান। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও