ছটপুজোর তৃতীয় দিনে বিশেষ পূজার্চনা ভক্তদের, শুভেচ্ছা বিনিময় রাষ্ট্রপতির
পত্রদূত প্রতিনিধিঃ ছটপুজোর তৃতীয় দিনে নদী ও জলাশয়ে বিশেষ পূজার্চনা করলেন ভক্তরা। বিহার ও উত্তর প্রদেশ, দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে বৃহস্পতিবার সকালে নদী ও জলাশয়ে ছটপুজো করেন ভক্তরা। ছট পুজোর তৃতীয় দিনে সন্ধ্যাপুজো করা হয়। বিহার হোক অথবা উত্তর প্রদেশ, দেশের সর্বত্রই ছটপুজো উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।ছটপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, ছটপুজোর পবিত্র উৎসবে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই উৎসবে আমরা সূর্যের পুজো করি এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রকৃতির ঐশ্বরিক এই পুজো আমাদের পরিবেশ রক্ষায়ও অনুপ্রাণিত করে। আমি প্রার্থনা করি এই পুজো আমাদের দেশের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।