বায়ুদূষণের কবলে তাজনগরী আগ্রা, ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল তাজমহল
বায়ুদূষণের কবলে তাজনগরী আগ্রা, ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল তাজমহল

পত্রদূত প্রতিনিধিঃ  দিল্লির পাশাপাশি বাতাসের গুণগতমান খারাপ হচ্ছে উত্তর প্রদেশেও। বায়ুদূষণের কবলে মোরাদাবাদ, আগ্রা-সহ উত্তর প্রদেশের বিভিন্ন শহর। মঙ্গলবার ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল তাজনগরী আগ্রা, সকালের দিকে ধোঁয়াশাচ্ছন্ন ছিল আগ্রার তাজমহল।এই ধোঁয়াশার কারণে তাজমহল দেখতে আসা পর্যটকরা অসন্তোষ প্রকাশ করেছেন। একজন পর্যটকের কথায়, তাজমহল খুবই সুন্দর, কিন্তু প্রধান সমস্যা হল বায়ুদূষণ। আমি শুনেছি, ইন্ডাস্ট্রি সরিয়ে দেওয়া হয়েছে, তাও দূষণ রয়েছে। এই দূষণ রুখতে কিছু একটা করা দরকার।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও