নতুন হিজবুল্লাহর প্রধান কে এই নাঈম কাশেম
নতুন হিজবুল্লাহর প্রধান কে এই নাঈম কাশেম

পত্রদূত প্রতিনিধিঃ ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হিজবুল্লাহ–প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে নাঈম কাশেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদলটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর আলজাজিরার। নাঈম কাশেমকে ১৯৯১ সালে হিবজুল্লাহর উপ–প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন হিজবুল্লাহর তৎকালীন মহাসচিব আব্বাস আল-মুসাভি।হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান থাকার সময়ে নাঈম কামেস দীর্ঘদিন হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। এপর তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেম সাফিউদ্দীনের শোনা যাচ্ছিল। কিন্তু হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই ইসরায়েলি আরেক হামলায় সাফিউদ্দীন নিহত হন।হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর গত ৪ অক্টোবর টেলিভিশনে দেওয়া বক্তৃতায় নাঈম কাশেম বলেছিলেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতির চেষ্টাকে সমর্থন করে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও