: দেশের অখন্ডতা রক্ষায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা ছিল উল্লেখযোগ্য- মুখ্যমন্ত্রী:
পত্রদূত প্রতিনিধিঃ ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সরদার বল্লব ভাই প্যাটেল। গোটা দেশবাসীর কাছে তিনি লৌহ মানুষ হিসেবে পরিচিত ।এই মহান রাজনৈতিক ব্যক্তিত্বের জন্মদিন ৩১ অক্টোবর। ২০১৪ সাল থেকে এই দিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে সারাদেশে উদযাপিত হয়ে আসছে ।রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক রান ফর ইউনিটি বা একতা দৌড় অনুষ্ঠানের আয়োজন করা হয় ।রাজ্য সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই রাজ্য ভিত্তিক রান ফর ইউনিটির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রাজ্যের মুখ্য সচিব জে কে সিংহা ,রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় ,রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ অন্যান্যরা। এদিন রাজ্যভিত্তিক একতা দৌড়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যকে সুরক্ষিত করতে সরদার বল্লভ ভাই প্যাটেলের অবদান ছিল অপরিসীম। স্বাধীনতা প্রাপ্তির পর 1947 থেকে 1949 পর্যন্ত এই সময়ের মধ্যে সরদার বল্লভ ভাই প্যাটেল দেশের ৫৬২টি রাজন্য শাসিত অঞ্চলকে দেশের সাথে যুক্ত করেছিলেন। দেশের একতা ও সংহতি রক্ষায় তার দৃঢ় মনোভাব সর্বজন বিদিত।এই কারনেই সরদার বল্লভ ভাই প্যাটেলকে লৌহ মানব হিসেবে আখ্যায়িত করা হয়।